করোনায় চলমান বিধিনিষেধ আরো বাড়ল, প্রজ্ঞাপন জারি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৩, ২০২২

করোনায় চলমান বিধিনিষেধ আরো বাড়ল, প্রজ্ঞাপন জারি

করোনায় চলমান বিধিনিষেধ আরো বাড়ল, প্রজ্ঞাপন জারি
ফাইল ছবি


 নিজস্ব প্রতিবেদকঃ

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ওপর বর্তমান নিষেধাজ্ঞা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।


বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ওমিক্রনের একটি নতুন রূপের ব্যাপকতা এবং বাংলাদেশে রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, পূর্বে জারি করা সমস্ত বিধিনিষেধ ও নির্দেশনা সহ দুটি শর্ত সংশোধন করা হয়েছে এবং সামগ্রিক কার্যাবলী/ চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।


শর্ত দুটি হল-


1. সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় কাজে 100 জনের বেশি লোক খোলা জায়গায় এবং ভবনের ভিতরে জড়ো হতে পারবে না। যারা এই ক্ষেত্রে যোগ দেবেন তাদের অবশ্যই 24 ঘন্টার মধ্যে কাউইড ভ্যাকসিন সার্টিফিকেট বা পিসিআর সার্টিফিকেট আনতে হবে।


2. সকল স্কুল-কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে।


10 জানুয়ারি, সরকার একটি নতুন ধরণের করোনা, ওমিক্রন সহ করোনভাইরাস সংক্রমণের উপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করে। যা 13 জানুয়ারি থেকে কার্যকর হবে।


Omicron ভেরিয়েন্টটি নতুন বছরের শুরু থেকেই নজর কাড়ছে। এটি বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে। গত কয়েকদিন ধরে হঠাৎ করেই দেশে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে নতুন করে বিধিনিষেধ আরোপের বিষয়টি আবারও সামনে আসে।


এদিকে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ লাখ ২৪ হাজার ১৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভাইরাসটি 26,461 জনকে হত্যা করেছে। আক্রান্তদের মধ্যে মোট ১৫ লাখ ৭৫ হাজার ১৩৮ জন সুস্থ হয়েছেন।


এদিকে, বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গত 24 ঘন্টায় 36 জন মারা গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬,৪৭১।


একই সময়ে, 12,193 নতুন করোনা শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ১৬০ জন। সনাক্তকরণের হার 26.43 শতাংশ।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here