খুলনা বিভাগে আরও ৬ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৩, ২০২২

খুলনা বিভাগে আরও ৬ জনের মৃত্যু

খুলনা বিভাগে আরও ৬ জনের মৃত্যু হয়েছে


 নিজস্ব প্রতিবেদকঃ

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, 843 জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে মঙ্গলবার অধিদফতরে ৬৪০ জন করোনা শনাক্ত এবং পাঁচজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. মঞ্জুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানান মো.


প্রতিবেদনে বলা হয়, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর তালিকায় শীর্ষে খুলনা। এ জেলায় সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরা ও ঝিনাইদহে একজন করে মৃত্যু হয়েছে।


একই সময়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। শীর্ষে রয়েছে খুলনা। জেলায় সর্বোচ্চ ১৬ জনকে শনাক্ত করা হয়েছে। যশোরে ১৪১ ও কুষ্টিয়ায় ১২৪ জন করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ৬৪, সাতক্ষীরায় ৭২, ঝিনাইদহে ৪৯, চুয়াডাঙ্গায় ২৮, নড়াইলে ৩৫, মাগুরায় ১৪ ও মেহেরপুরে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় 108 জন সুস্থ হয়েছেন।


স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত অধিদফতরের ১০টি জেলায় মোট এক লাখ ২৪ হাজার ২৭০ জনকে করোনায় শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ১০ হাজার ১৮ জন। আর মোট মারা গেছেন তিন হাজার ২২২ জন।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here