পাথরঘাটায় টমেটো চাষে সাফল্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৩, ২০২২

পাথরঘাটায় টমেটো চাষে সাফল্য

 

পাথরঘাটায় টমেটো চাষে সাফল্য
পাথরঘাটায় টমেটো চাষ।

 নিজস্ব প্রতিবেদকঃ

বরগুনার পাথরঘাটা উপজেলার দরিদ্র কৃষক পরিবারের সন্তান প্রশান্ত সমাদ্দার পাশের অন্যের জমি লিজ নিয়ে টমেটো চাষ করে লাভবান হয়েছেন। সে প্রশান্ত পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউপির ছাহেরাবাদ গ্রামের বিজন কৃষ্ণ সমাদ্দারের ছেলে।

গৃহস্থালির কাজের পাশাপাশি প্রতিবেশীর ৬ শতাংশ জমি বার্ষিক ৬ হাজার টাকায় লিজ নিয়ে বৈদ্যুতিক জাতের টমেটো চাষ করে ভাগ্য পরিবর্তন করেছেন। বছরের নয় মাস তিনি ওই টমেটো বিক্রি করবেন।



প্রশান্তর সঙ্গে কথা বলে জানা গেছে, পাথরঘাটা উপজেলা কৃষি বিভাগের এসএসিপি প্রকল্পের আওতায় কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়ালের সহযোগিতায় ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্যামল হাওলাদারের পরামর্শে বৈদ্যুতিক জাতের টমেটো চাষে উদ্বুদ্ধ করা হয়। জমি তৈরি, সার, ওষুধ ও রক্ষণাবেক্ষণে তার খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। ভালো ফসলের আশায় সে দিনের বেশির ভাগ সময় ওই জমিতে কাটায়। এই মৌসুমে এখন পর্যন্ত, তিনি পাকা টমেটো বিক্রি করেছেন প্রতি কেজি ৫০ টাকা এবং কাঁচা 30 টাকায়, খুচরা মূল্য প্রায় 60,000 টাকা।

পাথরঘাটায় টমেটো চাষ
পাথরঘাটায় টমেটো চাষ


রোগের আক্রমণ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে আরো ছয় থেকে সাত মাস চাষ করা টমেটো বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। সব মিলিয়ে চলতি মৌসুমে প্রায় দুই লাখ টাকার টমেটো বিক্রি হবে বলে তিনি আশাবাদী।

পাথরঘাটায় টমেটো চাষ
পাথরঘাটায় টমেটো চাষ


পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল জানান, বর্তমানে শহর ও গ্রামাঞ্চলের মানুষের মধ্যে টমেটোর ভালো চাহিদা রয়েছে। এ জাতের টমেটোর মানও ভালো। তিনি প্রশান্তকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here