ওবায়দুল ইসলাম রবি, রাজশাহীঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র খায়রুজ্জামান লিটন বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর দূরদর্শিতার কারণে আজ দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হচ্ছে। কিন্তু যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখন একটি মহল দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্র আগেও হয়েছে, এখনও হচ্ছে। যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে।
রাসিক মেয়র আজ মঙ্গলবার বেলা বারো’টায় রাজশাহী মহানগরের কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা লাল-সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলাম। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে উপহার দিয়েছেন একটি স্বাধীন দেশ। ঠিক সেই রকমভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর দীর্ঘ ২১ বছর জনগণকে সাথে নিয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি প্রাতিষ্ঠানিক রুপ দিযেছেন। এর সুফল এখন দেশবাসী পাচ্ছে। বাংলাদেশ আজ যখন উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, ঠিক এই সময়ে একটি মহল দেশের উন্নয়ন ও অগ্রগতি সহ্য করতে পারছে না। তারা দেশের ভাবমূর্তি বিনষ্টের জন্য দেশে-বিদেশে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। যারা ষড়যন্ত্র করে দেশের ভাবমূর্তি নষ্ট করে, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। দেশের ভাবমূর্তি নষ্টকারীদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে যখনই নির্বাচনের সময় কাছে আসে তখনই জামায়াত-বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠে। এরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কুৎসা রটনায়। রাজপথের আন্দোলনে ব্যর্থ হয়ে এখন তারা ষড়যন্ত্রকেই ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে। কিন্তু তাদের এ দুঃস্বপ্ন সফল হবে না। বাংলাদেশের জনগণ সচেতন। দেশ মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে ভর করে শেখ হাসিনা’র নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে কেউ আজকের এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না।
এসময় শীতার্তদের উদ্দেশে মেয়র বলেন, উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, শীতার্ত মানুষের কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কষ্ট বুঝেন। তিনি আপনাদের কষ্ট অনুভব করে উপহার হিসেবে কম্বল পাঠিয়েছেন। তিনি বলেন, করোনাকালেও প্রধানমন্ত্রী সারাদেশে দফায় দফায় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। আগামীতেও এই ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে। আমরা সব সময় মানুষের পাশে আছি, আগামীতেও থাকব। রাজশাহী মহানগরের সহ-সভাপতি মাহ্ফুজুল আলম লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার বক্তৃতা করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ