আদমদীঘিতে মারপিট ঘটনায় ২৯জনের বিরুদ্ধে পাল্টাপাল্টি তিন মামলা | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে দুটি পক্ষের বিবাদে দফায় দফায় মারপিট ঘটনায় অন্তত ৬জন আহত হওয়া ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়েরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা ও কোর্টে ২৯জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি।
পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, গত ২৬ ফেব্রæয়ারী বেলা ১১টায় উপজেলার ছাতিয়ানগ্রামে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড এলাকায় পূর্ব শত্রæতার জের ধরে মোমিন ও তার সহপাঠিদের মারপিটের ঘটনা ঘটে। এসময় মোমিনসহ ৫জন আহত হয়। এর জেরধরে ৫ মার্চ একই স্থানে প্রতিপক্ষরা রাজু পাহালোহানের ওপর আতর্কিত হামলা চালিয়ে মারপিট আহত করে।
রাজুকে গুরুত্বর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনার গত ৯ মার্চ আহত রাজুর বাবা মোস্তাকিন আলী পাহালোহান (অবসরপ্রাপ্ত সেনাসদস্য) বাদী হয়ে ১১জনের নাম উল্লেখসহ আজ্ঞাত আরো ৩-৪জনকে আসামী করে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। অপরদিকে আহত মোমিন বাদী হয়ে ৬ মার্চ ১০ জনের বিরুদ্ধে এবং মুক্তার হোসেন বাদী হয়ে ৮জনের বিরুদ্ধে একটি মামলাসহ পাল্টাপাল্টি তিনটি মামলা দায়ের করেছেন। উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলায় ছাতিয়ানগ্রাম এলাকায় চাপা উত্তেজনা করছে। যে কোন সময় আবারো সংঘাতের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা। আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হোসেন সাংবাদিকদের বলেন, মামলার আসামীরা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেফতারে তৎপরতা চলছে।