কোম্পানীগঞ্জে ৯৬জন ইউপি সদস্যের শপথ গ্রহন | সময় সংবাদ |
আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নবনির্বাচিত ২৪জন সংরক্ষিত ও ৭২জন সাধারণ সদস্যের(মেম্বার) শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
রবিবার(১৩ মার্চ) সকাল সাড়ে দশটায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলসহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে, গত ৯ মার্চ সকালে নোয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।