লক্ষ্মীপুরে ২টি ইটভাটা মালিকের জরিমানা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২

লক্ষ্মীপুরে ২টি ইটভাটা মালিকের জরিমানা | সময় সংবাদ

লক্ষ্মীপুরে ২টি  ইটভাটা মালিকের জরিমানা | সময় সংবাদ


সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর রামগতি উপজেলার জ্বালানি কাঠ ব্যবহার করায় ও শিশুশ্রম ২টি দুই ইটভাটা মালিককে ২ দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


 সোমবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান এই আদেশ দেন। এসময় ছয়টি ড্রাম চিমনি উপড়ে ফেলা হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার চর আলগী ইউনিয়নের চরসেকান্দর গ্রামের আল মাদানি ব্রিকস ও চর রমিজ ইউনিয়নের চর মেহার গ্রামের হাওলাদার ব্রিকসে কাঠ পোড়াচ্ছিল। লাইসেন্সবিহীন ভাটাগুলো অবৈধ ড্রাম চিমনি ব্যবহার করে পরিবেশ দূষণ করছে। 


এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আল-মাদানি ব্রিকসের সত্ত্বাধিকারী আবদুর রবকে এক লাখ ও হাওলাদার ব্রিকসের সত্ত্বাধিকারী আবদুল মালেককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ভাটা দুইটির ছয়টি ড্রাম চিমনি রশি দিয়ে টেনে উপড়ে ফেলা হয়েছে।


রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, ইটভাটা দুটির লাইসেন্স ছিল না। অভিযান চালিয়ে তাদের দুই লাখ টাকা জরিমানা ও চিমনিগুলো উপড়ে ফেলা হয়েছে।





Post Top Ad

Responsive Ads Here