খাঁটি মুসলমান হতে ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলতে হবে -পীর সাহেব ছারছীনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২

খাঁটি মুসলমান হতে ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলতে হবে -পীর সাহেব ছারছীনা

খাঁটি মুসলমান হতে ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলতে হবে -পীর সাহেব ছারছীনা


সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি:

ছারছীনা শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বলেছেন,। মুসলমান দাবী করবেন আর ইসলামের আদেশ নির্দেশ মাবেননা তাকি করে সম্ভব। কোরান সুন্নহ’র আদলে জীবন গড়ে তহবে। ইহকালের শান শওকত নিয়ে পড়ে থাকবেন, নামাজ রোজার ধার ধারবেননা, সুদ থাবেন, ঘুষখাবেন, মদ থাবেন, জুয়া খেলবেন, বেবি চারেমত্ত থাকবেন আর মুসলমান দাবী করবেন তা হতে পারেনা। সমাজ ফ্যাতনা ফ্যাসাদে ভরে গেছে।


এর প্রভাব থেকে নিজে, পরিবার ও সমাজকে মুক্ত রাখতে ইসলামী আদলে জীবন গড়ে তুলতে হবে। তিনি গতকাল সোমবার দরবারের ১৩২ তম বার্ষিক ইছালেস ওয়াব মাহফিলের আখেরী মোনাজাতপূর্ব বয়ানে এসব কথা বলেন।


 পীর সাহেব আরো বলেন, ইসলাম জোর কওে চাপিয়ে দেওয়া কোন বিষয় নয়। এ দরবারের ছিল ছিলা যদি মানেন তাহলে এলাকায় এলাকায় কাজ করতে হবে। আপনার এলাকার ভুল পথে যাওয়া মানুষকে সৎ পথে ফিরিয়ে আনার দায়ীত্ব আল্লাহ ওয়ালা মানুষদের। বিপথ গামীদের বুঝিয়ে ধর্মের পথে আনতে এসব মাহফিল জলসার আয়োজন কর াহয়। আলেম ওলামারা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন। আমরা রাজনীতি করিনা। এ দরবার রাজনৈতি মুক্ত। আমরা আল্লাহ ও তার প্রিয় রসুলের কথা বলি। সুতরাং সকলকে বুঝে শুনে কাজ করতে হবে। ধেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজান পরিচালনা করেন ছারছীনা শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ।


 লাখলাখ মানুষের ক্রন্দনের রোল পড়েযায় গোটা মাহফিলে। আখেরী মোনাজাতে অংশ নিয়ে বক্তৃতা করেন বরিশাল- ২ আসনের সংসদ সদস্য মো. শাহেআলম, অমিন মোহাম্মদ গ্রæপের চেয়ারম্যান মো. এনামুলহক, বায়তুল মোর্কারম মসজিদের খতীব মাওলানা কফিল উদ্দিন সরকার,পীরসাহেবের বড়জামাতা মাওলানানুরুর রহমান বেগ। উপস্থিত ছিলেন ইউএনও মো. মোশারেফ হোসেন, ওসি আবীর মোহাম্মদ হোসেন সহবিশিষ্ট ওলামাগন।


তিনদিনব্যাপী ওই মাহফিলে দেশের খ্যাতনামা আলেম ওলামাগন লাগাতার ভাবে ওয়াজন সিহত করেন। গতকাল শেষ দিনে ফজর নামাজবাদ জিকিরের পর তালিম দেন পীরসাহেবের বড় ছেলে আলহাজ¦ মাওলানা আবুনসর নেছার উদ্দিন হোসাইন আহম্মেদ।



Post Top Ad

Responsive Ads Here