
"নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাইক্রোবাস, নিহত ১ | সময় সংবাদ"
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে সাদিউজ্জামান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
রোববার রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- কণা, সালমা বেগম, নুরজাহান বেগম, শিমা ও গাড়িচালক। তবে তার নাম জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, বরগুনা থেকে ঢাকার ধানমন্ডি যাচ্ছিল মাইক্রোবাসটি। ওই সময় শিবচরের পাঁচ্চর স্ট্যান্ড সংলগ্ন স্থানে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে সড়কের একপাশে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে সাদিউজ্জামান নিহত হন। এ সময় আরো পাঁচজন আহত হয়েছেন। পরে ফায়ারসার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
