
"মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধের | সময় সংবাদ"
সিলেট প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবদুর রহিম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার উপজেলার হরিপুর ইউনিয়নের উত্তর বাগের হাওরে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আবদুর রহিম রোববার রাতে নৌকা নিয়ে মাছ ধরতে বের হয়েছিলেন। পরে গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্থানীয় লোকজনের সহযোগিতায় হাওর থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, মাছ ধরতে গিয়ে হাওরে বজ্রপাতের শিকার হন আবদুর রহিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
