রাঙ্গামাটিতে মগদেশ্বরী মন্দিরে দুর্ধর্ষ চুরি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ০৫, ২০২২

রাঙ্গামাটিতে মগদেশ্বরী মন্দিরে দুর্ধর্ষ চুরি

রাঙ্গামাটিতে মগদেশ্বরী মন্দিরে দুর্ধর্ষ চুরি
রাঙ্গামাটিতে মগদেশ্বরী মন্দিরে দুর্ধর্ষ চুরি


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:  

রাঙ্গামাটি ফিসারীবাঁধ সংলগ্ন মা মগদেশ্বরী মন্দিরে দুর্ধষ চুরি হয়েছে। রোববার গভীর রাতে চোরের দল মন্দিরের দান বাক্স ভেঙ্গে নগদ অর্থ ও মন্দিরের সোলার লাইনের ব্যাটারী চুরি করে নিয়ে যায়। 


মন্দির কমিটির লোকজন জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে মন্দির থেকে কমিটির লোকজন আসে। পরবর্তীতে গভীর রাতে চোরের দল মন্দিরের চুরি করে। তিনি বলেন, এই বিষয়ে রাঙ্গামাটি কোতায়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 


এই বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল আমিন জানান, চুরির খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেছে। বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। মুলত মন্দিরটি অরক্ষিত অবস্থায় আছে। এখানে কোন প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তার পরও আমরা সর্বোচ্চ চেষ্টা করবো চোর ধরতে।


উল্লেখ্য, এর আগেও এই মন্দিরের দান বাক্স ভেঙ্গে নগদ অর্থ চুরি হয়েছে। তবে কারা চুরি করেছে তার কোন সন্ধান করতে পারেনি প্রশাসন। দ্বিতীয় বারের মতো গত রোববার রাতে চুরি হয়েছে। এই ঘটনায় সনাতনীরা উদ্বেগ প্রকাশ করেছেন।






Post Top Ad

Responsive Ads Here