![]() |
রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে গরীব,অসহায় ও দুস্থদের ঈদ উপহার বিতরন |
মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা এর আনন্দ সকলের সাথে ভাগাভাগী করে নেওয়ার অভিপ্রায়ে রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক গরীব, অসহায় ও দুস্থ জনগনের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
এছাড়াও রাঙ্গামাটি সরকারী হাসপাতালে আইপিএস প্রদান, পাহাড়ী ও বাঙ্গালীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোমবার দুপুরে রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিকে উপকারভোগীদের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি। এ সময় রাঙ্গামাটি রিজিয়নের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার বলেন, আগামী ২৯ জুন পবিত্র ঈদ-উল-আযহা যাতে আপনারা পরিবার নিয়ে আনন্দের সাথে পালন করতে পারেন এজন্য আমাদের এ ক্ষুদ্র চেষ্টা। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে সর্বদা থাকতে বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
পরে রাঙ্গামাটি ৩০৫ পদাতিক রিজিয়নের উদোাগে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করাহয়। ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।