মৌসুমী ফল হিসেবে কাঁঠাল বিতরণ করলেন ফরিদপুরের পুলিশ সুপার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৮, ২০২৩

মৌসুমী ফল হিসেবে কাঁঠাল বিতরণ করলেন ফরিদপুরের পুলিশ সুপার

 



সঞ্জিব দাস, ফরিদপুর : 

এ এক অন্যরকম মানবিক উদ্যোগ ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহানের। মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের কামলা হাঁটে গিয়ে অসহায় দুঃস্থ মানুষের মাঝে মৌসুমী ফল হিসেবে কাঁঠাল বিতরণ করেছেন। নিজ গাড়িতে কাঁঠাল পেরে তিনি নিয়ে যান তাদের দেওয়ার উদ্দেশ্যে। 


এ সময় পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন, ফরিদপুরের পুলিশ লাইন্স এবং তার বসবাসের বাংলোয় প্রচুর কাঁঠাল ধরেছে। আমি অসহায় মানুষদের কথা ভেবে মৌসুমি ফল কাঁঠাল বিতরণ করছি। স্বাধীন দেশে সকলের অধিকার আছে মৌসুমি ফলের স্বাদ নেয়ার। কাঁঠাল আমাদের দেশীয় ফল। যাদের টাকা আছে তারা কিনে খাবে আর যাদের নেই তারা কিনে খেতে পারবে না, এটি কেন হবে? আমরা চাই সবাই যেন এই দেশীয় মৌসুমি ফল খেতে পারে। তাই এটি বিতরণের উদ্যোগ নিয়েছি। বাংলোয় এবং পুলিশ লাইন্সে যেসব কাঁঠাল ধরেছে তিনি হতদরিদ্র এইসব অসহায় মানুষের খাওয়ার জন্য দেবেন বলে জানান। 


পুলিশ সুপার এসময় কামলা হাঁটে হতদরিদ্র কয়েকজনকে নগদ অর্থও প্রদান করেন পোশাক কেনার জন্য।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার অফিসার ইন-চার্জ এম এ জলিলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here