ফরিদপুর প্রতিনিধি :
বৃষ্টির কারণে ফরিদপুরে বেশিরভাগ ক্ষেত্রেই মসজিদের ভেতরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের ঈদের প্রধান জামাত বৃষ্টির কারনে শহরের চানমারী ঈদগাঁ ময়দানের পরিবর্তে শহরের চকবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এছাড়া ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর শহরতলীর বদরপুরে মারকাজ মসজিদে।
এখানে ঈদুল আযহার নামাজ আদায় করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ .কে. আজাদ। সেখানে তাবলীগ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সকলের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শহরের চকবাজার জামে মসজিদে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. শাহ্জাহানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঈদের নামাজ আদায় করেন।
সকাল থেকেই ফরিদপুর জেলাজুড়ে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে । তাই অধিকাংশ মানুষ ঈদগাহের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়েন।
ফরিদপুর আবহাওয়া অফিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, "ঈদের আজকের সারদিন জুড়েই মোটামুটি বৃষ্টি থাকবে। কখনোবা গুড়ি গুড়ি আবার কখনোবা থেমে থেমে বৃষ্টি হতে পারে।