বোয়ালমারীতে মেধাবীরা পেল কেজিএফ'র সম্মাননা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ০১, ২০২৩

বোয়ালমারীতে মেধাবীরা পেল কেজিএফ'র সম্মাননা

বোয়ালমারীতে মেধাবীরা পেল কেজিএফ'র সম্মাননা
বোয়ালমারীতে মেধাবীরা পেল কেজিএফ'র সম্মাননা 



আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী: 

ফরিদপুরের বোয়ালমারীতে 'কাদিরদী গ্রাজুয়েট ফোরাম (কেজিএফ)' এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি,  আলোচনা সভা এবং মেধাবীদের সম্মাননা প্রদান করা হয়েছে। 


শুক্রবার (৩০ জুন) সকাল ১০টায় উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি কাদিরদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 


পরে কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে এলাকার মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। 


'আমরাই গড়ব সমৃদ্ধ কাদিরদী একসাথে' প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনের সভাপতি মোহাম্মদ ফরিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রাবেয়া খানম।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস প্রমুখ। 


অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক রাবেয়া খানম বলেন, প্রতিটি শিশু প্রথমে মায়ের কাছে, পরে বাবা, তারপর প্রতিবেশীর কাছ থেকে শিক্ষা নেয়। ছোটবেলা থেকেই শিশুদের ভালো চরিত্র গঠন করতে হবে। বাবা-মায়ের প্রতি আমার একটাই অনুরোধ আপনারা ছেলেমেয়েদের দিকে খেয়াল রাখবেন। মাদকের দিকে যেন সন্তানরা ঝুঁকে না পড়ে। ছেলেমেয়েদের শেখাতে হবে নেশার ভয়াবহতা।


তিনি আরো বলে, মোবাইল ফোন হচ্ছে সামাজিক ভাইরাস। ছেলেমেয়েরা মাঠে গিয়ে খেলবে। মোবাইলে কেন খেলবে? 


সভাপতি ফরিদ হোসেন তার বক্তব্যে বলেন, করোনাকালীন সময়ে এই সংগঠনটি জন্মলাভ করে। করোনাকালীন সময়ে মানুষকে টিকা গ্রহণে সংগঠনটি উদ্বুদ্ধ করেছে। বাড়ি বাড়ি গিয়ে সাবান, মাস্ক বিতরণ করা হয়েছে। ওই সময়ে এলাকার শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনে আসক্ত হয়ে বিপথে ধাবিত না হয় সেজন্য আন্ত:ফুটবল, আন্ত:ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের অর্থ সাহায্য করা হচ্ছে।



Post Top Ad

Responsive Ads Here