ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের রথখোলা এলাকায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রথখোলা মাঠে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর বিধান সাহা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার, নারায়ণ চক্রবর্তী, সুকেশ সাহা, দীপক সাহা, ডা: রতন কুমার সাহা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে মেয়র বলেন, এলাকায় তিনটি বাড়ি রয়েছে যারা মাদকের অভয়ারণ্য তৈরি করে রেখেছে এলাকায়। এই মাদকের অভয়ারণ্য তিনটি বাড়িকে বারবার সতর্ক করার পরেও তারা তাদের কারবার বন্ধ করছে না। সামনের দিনে যদি তারা এই কারবার বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুশিয়ার উচ্চারণ করেন।
ওই ওয়ার্ডের কাউন্সিলর বিধান সাহা বলেন, আমি গত সপ্তাহে আগে এলাকায় একটি বাড়িতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক বিক্রি করা বাড়িগুলোকে সতর্ক করেছি। তারা আমার কাছ থেকে সময় নিয়েছে ভালো হওয়ার জন্য। এরপরেও যদি তারা ভালো না হয় তাহলে আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রশাসনের সহযোগিতায় কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মেয়রের কাছে এলাকার মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা এলাকায় মাদকের ভয়াবহতা রোধ ও পাশের পতিতা পল্লী উচ্ছেদের ব্যাপারেও ভূমিকা রাখার জন্য মেয়েরকে অনুরোধ করেন।
উল্লেখ্য শহরের রথখোলা এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা চালিয়ে আসছেন কিছু মাদক ব্যবসায়ী। এই এলাকায় বিকেল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে মাদকসেবীরা মাদক কিনতে আসেন। এতে এলাকাবাসীর চলাচল চরমভাবে বিঘ্নিত হয়। বিষয়টি নিয়ে তারা বারবার প্রশাসন কে বললেও এ ব্যাপারে কার্যকর কোন উল্লেখ করার মতো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। বিষয়টি নিয়ে এলাকাবাসী চরম বেকায়দার ভিতর পড়েছে।