ফরিদপুরে ডিমের বাজারে ভোক্তা অধিদপ্তরের হানা, গুনলেন জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১২, ২০২৩

ফরিদপুরে ডিমের বাজারে ভোক্তা অধিদপ্তরের হানা, গুনলেন জরিমানা

 


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর সহ দেশের বিভিন্ন জায়গায় হঠাৎ করে ডিমের দর বেড়ে যাওয়ায় ফরিদপুর ভোক্তা অধিদপ্তর অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার বাইপাস এলাকায় বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।


ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।


এসময় পরিচালক মোঃ সোহেল শেখ জানান, ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিমের আরত গুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের বিক্রয় রশিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে এ্যাডভান্সড পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।


এছাড়াও হ্যালিপোর্ট বাজারে ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার দর তদারকি করা হয়েছে। এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।


তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post Top Ad

Responsive Ads Here