জয়পুরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৪, ২০২৩

জয়পুরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত

 


নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

তরুণদের জন্য নিরাপদ ডিজিটাল স্থান তৈরি করা এ প্রতিবাদ্য নিয়ে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রবিবার যুবক-যুবতীদের নিয়ে যৌন প্রজনন, স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে জয়পুরহাটে র‌্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।

 

জয়পুরহাট মহাবিদ্যালয়ের মিলনায়তনে প্রকল্পের সদস্য শহিদ ইসলাম সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের এমপি এ্যাড. সামছুল আলম দুদু। বিশেষ অতিথি’র বক্তব্য দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সালাউদ্দিন হিরো, ব্র্যাকের জয়পুরহাট জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অধিকার এখানে,এখনই প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মাধুরী সূত্রধর, ব্র্যাক এর জেলা যুব সংগঠক মোসা: মুর্শিদা খাতুন,ইয়ুথ শিব সুন্দর বর্মন,সাবা, অর্পিতা দে প্রমুখ।


সভায় জানানো হয়, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় “অধিকার এখানে এখনই (জঐজঘ২)“ প্রকল্প উদ্যোগে যুব ও কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরীর মাধ্যমে তরুণ ও যুব জনগোষ্ঠীর মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা গ্রহনের পরিবেশ তৈরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ে একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পের বিভিন্ন কাজের ধারাবাহিকতায় এ আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠিত হয়।


আলোচনা সভা শেষে উদ্ভাবনী ধারনা শেয়ারিং, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে স্যানেটারী প্যাড উপহার দেওয়া হয়।




Post Top Ad

Responsive Ads Here