![]() |
ফরিদপুরে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক |
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় রমজান মোল্যা (৩৫) নামে এক মাদক কারবারিকে ৭০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বিষয়টি বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান।
আটক রমজান মোল্যা ফরিদপুর জেলার সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের আফজাল মোল্যার ছেলে।
সালথা থানার ওসি আতাউর রহমান জানান,বুধবার দিবাগত রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নারানদিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে রমজান মোল্যার ঘরে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।