বাংলাদেশ আমজনগণ পার্টির ফরিদপুর জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ২৬, ২০২৫

বাংলাদেশ আমজনগণ পার্টির ফরিদপুর জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ আমজনগণ পার্টির ফরিদপুর জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ আমজনগণ পার্টির ফরিদপুর জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

বাংলাদেশ আমজনগণ পার্টির  ফরিদপুর জেলার আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এতে মো. ফরহাদুল ইসলাম কে আহ্বায়ক এবং নাছির উদ্দিন কে সদস্য সচিব করে মোট ৪৫ জনের কমিটি প্রকাশ করা হয়েছে। 


দলটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক ডঃ মুহাম্মদ রফিকুল আমিন এর এক স্বাক্ষরিত প্যাডে আগামী তিন মাসের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। 


সোমবার বিকেলে , সদ্য দায়িত্ব পাওয়া দলটির সদস্য সচিব নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, “ আমাকে ফরিদপুর জেলার সদস্য সচিব করার জন্য বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক  ডঃ মোহাম্মদ রফিকুল আমিন কে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ আমজনগন পার্টি ফরিদপুরের জনগনের দাবী আদায়ে কাজ করবে”। তিনি এ সময় সকলকে পাশে থাকার অনুরোধ জানান।


জানা যায়, ২২মে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির প্যাডে দলটির আহ্বায়ক  ডঃ মোহাম্মদ রফিকুল আমিন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের যৌথ স্বাক্ষরে ফরিদপুরের বিভাগীয় সংগঠক মান্নান মাতুব্বর এর সুপারিশে ফরিদপুর জেলা কমিটির অনুমোদন দেয়া হয় । 


উল্লেখ্য গত ১৭ই এপ্রিল রাজধানী সেরাটন হোটেলে বাংলাদেশ আমজনগণ পার্টির নামে নতুন এই রাজনৈতিক দলটি  আত্মপ্রকাশ করে। সেই থেকে দলটি সারাদেশে দলীয়ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


Post Top Ad

Responsive Ads Here