ফরিদপুরে ৬৩৯০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৯, ২০২৩

ফরিদপুরে ৬৩৯০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

ফরিদপুরে ৬৩৯০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
ফরিদপুরে ৬৩৯০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার


 ফরিদপুর:


ফরিদপুরের কোতয়ালী এলাকা হতে ৬৩৯০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প।এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজি-বাইক জব্দ করেছে তারা।


এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, গত ০৭ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ৩.২০ ঘটিকায় র‍্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১৯,১৭,০০০/- (উনিশ লক্ষ সতেরো হাজার) টাকা মূল্যের ৬,৩৯০ (ছয় হাজার তিনশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ হাবিবুর বাশার @সুমন শেখ (৩৮), পিতা- মোঃ মালেক শেখ, সাং- শিবরামপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর ও ২। মোঃ তুহিন শেখ (৩০), পিতা- মৃত রহমান শেখ, সাং- জ্ঞানদিয়া, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানাযায়। 


এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ইজি-বাইক জব্দ এবং ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৮,১৯০/- (আট হাজার একশত নব্বই) টাকা উদ্ধার করা হয়। 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালীসহ দেশের বিভিন এলাকায় সরবরাহ করে আসছিল।


গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।


মোঃরিফাত ইসলাম

Post Top Ad

Responsive Ads Here