সালথায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
শরিফুল হাসান,সালথা(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় মো. কুবায়েদ মিয়া (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কুবায়েদ স্থানীয় কাকিলাখোলা গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে অটোভ্যান নিয়ে ভাড়া টানার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার থেকে অটোভ্যানে দুই জন যাত্রী নিয়ে সাড়–কদিয়া বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে বোয়ালিয়া বাজারের মধ্যে তার অটোভ্যানের সঙ্গে অপরদিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হন অটোভ্যান চালক কুবায়েদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানার এসআই পরিমল কুমার বিশ্বাস বলেন, নিহত কুবায়েদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।