স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিরেন দাস,জয়পুুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অছির উদ্দিনকে ২০ বছর পর গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে জয়পুরহাট কালাই উপজেলার মোলামগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতাস্ত্রীকের করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
আসামি অছির উদ্দিন (৫৮) কালাই উপজেলার মোলামগাড়ি গ্রামের অফির উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দীর্ঘ ২০ বছর পলাতক থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অছির উদ্দিন কালাই উপজেলার মোলামগাড়ী এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, ২০০২ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় আসামি অছির উদ্দিন তার স্ত্রী বগুড়া জেলার শিবগঞ্জ পৌর এলাকার জইমুদ্দিনের মেয়ে মাহফুজা খাতুন আঞ্জুকে নিয়ে বানগ্রামে ধর্মীয় সভায় যাওয়ার কথা বলে চাতাল থেকে ডেকে নিয়ে যায়। স্থানীয় লোকজন অছির উদ্দিনের সঙ্গে সন্ধ্যায় মাহফুজাকে যেতে দেখেন এবং ওই রাতেই মোলামগাড়িতে রাস্তার পাশে এক ধানের জমিতে মাহফুজার লাশ পড়ে থাকতে দেখেন। ঘটনার পর নিহতের চাচা হামিদ আলী বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা করেন। চলতি বছরের গত ৩১ জুলাই জয়পুরহাট দ্বিতীয় আদালতের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন এ মামলায় আসামী অছির উদ্দিনকে যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে গ্রেফতারি ওয়ারেন্ট ইস্যু করেন। তাকে কালাই থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।