ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪১
সময় সংবাদ ডেস্ক:
ইতালির ল্যাম্পাডুসা দ্বীপের কাছে একটি নৌকাডুবে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাডুবির ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের জানান, তারা একটি নৌকায় করে তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করেন। কিন্তু ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।
জানা গেছে, নৌকায় তিন শিশুসহ অন্তত ৪৫ জন ছিলেন। সেখানে শুধুমাত্র ১৫ জন লোক নিরাপত্তা পোষাক পরিহিত ছিল। তারপরেও তারা ডুবে গিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা যায়নি।
প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবিতে বেঁচে যাওয়া চারজন আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। তারা বুধবার ল্যাম্পাডুসায় পৌঁছান।
তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাম্পাডুসা থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স। শহরটি ইউরোপে নিরাপত্তা ও উন্নত জীবন খোঁজা অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় প্রবেশদ্বার।