কুষ্টিয়া সন্ত্রাসীদের গুলিতে আহত স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু
মোঃ হাবিবুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রীদের গুলিতে আহত পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক।
৯ আগস্ট বুধবার সকাল ৯টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
ভেড়ামারা আওয়ামী লীগ নেতারা বলছেন, জাসদের লোকজন আওয়ামী লীগকে টার্গেটে পরিণত করছেন। অবিলম্বে হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়ার জোর দাবী জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ ঘটনায় ভেড়ামারা শহরের তিন তলা একটি বাড়ীতে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত সন্ত্রাসীরা , চরম উত্তেজনা বিরাজ করছে ভেড়ামারায় এবং কঠোর অবস্হানে আইনশৃংখলা বাহিনী ।
নিহত সঞ্জয় কুমার প্রামাণিক পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর এলাকার দুলাল চন্দ্র প্রামানিকের ছেলে।
গত বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় সন্ত্রীদের গুলিতে আহত হয় পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক।
৮দিন মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ে আজ বুধবার (৯ আগস্ট) সকাল ৯টার সময় ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যু হয়েছে।আরও আহত রয়েছেন বেলাল হোসেন ও শ্যামল নামের আরও দু'জন।
এ ঘটনায় কুষ্টিয়া জেলা জাতীয় যুবজোটের (জাসদ) ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভনকে আটক করেছে পুলিশ।