![]() |
কাউখালীতে শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা |
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মুলক সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মহাসিন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ আরো অনেকে।
সভায় দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হবে এই মর্মে সিদ্ধান্ত হয় যে, শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হইবে।