চরফ্যাশনে বিপুল পরিমাণ অস্ত্রসহ বহু অপকর্মের হোতা আজগর গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৯, ২০২৩

চরফ্যাশনে বিপুল পরিমাণ অস্ত্রসহ বহু অপকর্মের হোতা আজগর গ্রেফতার

 

চরফ্যাশনে বিপুল পরিমাণ অস্ত্রসহ বহু অপকর্মের হোতা আজগর গ্রেফতার
চরফ্যাশনে বিপুল পরিমাণ অস্ত্রসহ বহু অপকর্মের হোতা আজগর গ্রেফতার

ভোলা সংবাদাতা:

ভোলার চরফ্যাশন উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় তৈরী অস্ত্রসহ বহু অপকর্মের হোতা আলী আজগর (৩৫) নামের এক যুবককে আটক করেছে দুলার হাট থানা পুলিশ।


আজ মঙ্গলবার সকাল ১০ টায় গাছির খাল ঘাটে এম ভি মফিজ খান লঞ্চ থেকে তোষক মোড়ানো বস্তা বন্দি অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ টি ধারালো নেপালি ও ৮টি বোগি দা উদ্ধার করা হয়েছে। আলী আজগর লালমোহন উপজেলার পশ্চিম চর ওমেদ ইউনিয়নের জালাল হাজীর ও  চাপরাশির ছেলে। 


জানা যায়, আটককৃত যুবক সকাল ৯টায় উপজেলার মুজিব নগর ইউনিয়ন থেকে বস্তাবন্দী তোষকসহ লঞ্চে উঠে। এলাকাবাসী সন্দেহ হলে দুলারহাট থানা পুলিশকে খবর দেয়। পরে গাছির খাল লঞ্চঘাট থেকে তাকে আটক করে পুলিশ।


উল্লেখ্য বহু অপকর্মের হোতা আলী আজগর বহুদিন ধরে মদ গাজা ইয়াবা মাদকের সম্রাট শুধুই কি তাই নারীবাজি ও ভুমিদস্যুতা তার প্রধান পেশা। ইয়াবা সেবন করে অবৈধ নারী বাজিতে কয়েক দিন পুর্বে ও ফুর্তি করতে দুলার হাট হাসপাতাল রোড মামাত ভাই জয়নালের আখড়ায় খবর পাওয়া গিয়াছে। জমি দখল ও সাধারন মানুষের জিম্মি করে অমানবিক নিষ্ঠুর নির্যাতনে হারাতে বসছে বহু জমির অসহায় দরিদ্র কৃষক।


মুজিব নগর ইউনিয়নের একাধিক ভোটার বলছেন, গত ১৭ জুলাই ২০২৩ অনুষ্ঠিতব্য মুজিব নগর ইউপি নির্বাচনে আনারস মার্কার পক্ষে নাশকতার উদ্দেশ্যে এ অস্ত্র আনা হয়েছে। আটকৃত আলী আজগর আনারস প্রতীকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম ফারুক ও নুরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজ সম্পর্কে আপন মামাতো ভাই।


দুলারহাট থানা ওসি (তদন্ত) বলেন, আটককৃত ব্যক্তিকে অস্ত্রসহ থানায় আনা হয়েছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলার অজু করা হবে। সকল অস্ত্র কোথায় নেয়া হয়েছে, কি কারণে নেয়া হয়েছে তদন্তের পর বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি।





Post Top Ad

Responsive Ads Here