ডেঙ্গু টিকার সফল ট্রায়াল, ৪ ধরনেই কার্যকর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩

ডেঙ্গু টিকার সফল ট্রায়াল, ৪ ধরনেই কার্যকর


ডেঙ্গু টিকার সফল ট্রায়াল, ৪ ধরনেই কার্যকর
ডেঙ্গু টিকার সফল ট্রায়াল, ৪ ধরনেই কার্যকর


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে ডেঙ্গু টিকার গবেষণা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে আ
ন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের সঙ্গে আইসিডিডিআর,বির পরিচালিত এই যৌথ গবেষণায় দেখা গেছে, ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনের বিরুদ্ধেই উপযোগী এ টিকা। যার নাম দেওয়া হয়েছে ‘টিভি-০০৫’।


বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি জানিয়েছে আইসিডিডিআর,বি। সম্প্রতি দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।


এটি উৎসাহব্যঞ্জক টেট্রাভ্যালেন্ট টিকা। ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনের (ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪) বিরুদ্ধেই যা উপযোগী।


এতে দেখা যায়, এটি  শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রয়োগের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম।


গবেষকদের অন্যতম আইসিডিডিআরবির বিজ্ঞানী মোহাম্মদ শফিউল আলম বলেন, ডেঙ্গু টিকার সফল পরীক্ষা হয়েছে। নিঃসন্দেহে এটি আশাব্যঞ্জক খবর।


তিনি দাবি করেন, এই টিকার এক ডোজই মানুষকে সুরক্ষা দিতে পারে। তবে এ নিয়ে আরো গবেষণা প্রয়োজন। বাংলাদেশে যার দ্বিতীয় ধাপের ট্রায়াল বা পরীক্ষা হয়েছে। অবশ্য এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ৪২ ধাপের ট্রায়াল সম্পন্ন করেছে টিকাটি।


আইসিডিডিআরবির বিজ্ঞানী বলেন, ভারতে তৃতীয় ধাপের পরীক্ষা হয়েছে। ডেঙ্গুর হাত থেকে মানুষকে সুরক্ষা দিতে এর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আমরাও তৃতীয় ধাপের ট্রায়াল করার চেষ্টা করছি।



Post Top Ad

Responsive Ads Here