আ'লীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে-আব্দুল্লাহ আল মামুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩

আ'লীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে-আব্দুল্লাহ আল মামুন

 



বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বারাশিয়া ফুটবল একাডেমী ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে খেলায় পাকুড়িয়া-বেনজীর স্মৃতি একাদশ অংশ গ্রহণ করে।


অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আ'লীগ নেতা ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন। 


প্রধান অতিথি বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে কাজ করতে হবে। আসছে সংসদ নির্বাচনে সকলকে একজোট হয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে আ'লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। আ'লীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।


বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আ'লীগ নেতা আবুল কালাম আজাদ ইলিয়াস, সাবেক ছাত্রনেতা মোমিনুর রহমান সবুজ, বানা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ্দৌলা রানা। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, এম, এম জামসেদ হোসেন নয়ন।

খেলায় পাকুড়িয়া একাদশকে ২ গোলে হারিয়ে বেনজীর স্মৃতি একাদশ জয় লাভ করেন।




Post Top Ad

Responsive Ads Here