সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুর পৌরসভার আয়োজনে এসএসসিতে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দেয়া হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে পৌরসভার এস এস সি- ২০২৩ সালের ৫০২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী কে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহ্সান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান
,জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, পৌরসভার প্রধান নির্বাহী শামসুল আলম সহ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সমৃদ্ধশালী দেশ গঠন ও ভবিষ্যতে জাতির নেতৃত্ব দিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিজেদের কে যোগ্য করে গড়ে তুলতে সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে হবে। যারা জিপিএ ৫ পায়নি তাদেরকেও আগামীতে নিজেদের যোগ্য অবস্থান তৈরী করতে কঠোর অধ্যবসায়ের কথা বলেন বক্তারা।
শেষে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে।