বিভিন্ন দাবিতে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩

বিভিন্ন দাবিতে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

 


ফরিদপুর প্রতিনিধি : 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়ন ও দুর্গাপূজার সময় তিন দিনের ছুটির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


আজ বৃহস্পতিবার বিকেল চারটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে অংশ নেয় জেলা পূজা কমিটির জেলার ও থানার নেতৃবৃন্দ। 


জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের ননী গোপাল রায়, অজয় রায়, সঞ্জিব দাস, মনোজ কুমার সাহা, রাম দত্ত, শ্যামল কর্মকার, শংকর কুমার সাহা, সুরজিৎ কুন্ডু, অমিত বিশ্বাস, দেবাশীষ সরকার বাবু, উৎপল দত্ত প্রমুখ। 


মানববন্ধন বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, দেবোত্তর বোর্ড গঠন, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়ন, দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি হিন্দুদের প্রাণের দাবি। দেশের প্রতিটি উপজেলায় বর্তমান সরকারের উদ্যোগে যেমনি একটি করে মডেল মসজিদ নির্মিত হয়েছে, তেমনি করে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ করার দাবি জানান তারা। আর এইসব দাবি বাস্তবায়নে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা করেন তারা।  

Post Top Ad

Responsive Ads Here