নগরকান্দায় এ্যাড.জামাল হোসেন মিয়ার লিফলেট বিতরণ ও গণসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

নগরকান্দায় এ্যাড.জামাল হোসেন মিয়ার লিফলেট বিতরণ ও গণসংযোগ

 

নগরকান্দায় এ্যাড.জামাল হোসেন মিয়ার লিফলেট বিতরণ ও গণসংযোগ
নগরকান্দায় এ্যাড.জামাল হোসেন মিয়ার লিফলেট বিতরণ ও গণসংযোগ

শরিফুল হাসান,ফরিদপুর প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া শুক্রবার দিনভর সভা-সমাবেশ ও গণসংযোগ করেছেন।


নগরকান্দা উপজেলার তালমা, ডাঙ্গী, ফুলসূতি ও কাইচাইল ইউনিয়নের বিভিন্ন এলাকার হাট-বাজারে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। 


অ্যাডভোকেট মোঃ জামাল হোসেন মিয়া বলেন, আসন্ন সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আরেক বার আওয়ামীলীগ সরকার গঠন করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আমি ফরিদপুর -২ আসনে নগরকান্দা – সালথা নৌকার সম্ভাব্য প্রার্থী। আমি আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।এবং বিজয়ী হয়ে শেখ হাসিনাকে এ আসন উপহার দিবো। কারন এলাকার জনগণ আমার সাথে আছে। আমি এলাকার জনগণের কল্যানে নিয়মিত কাজ করে যাচ্ছি।


এ সময় উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান মোল্লা, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, নগরকান্দা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোসা. রিক্তা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আলামীন মীর প্রমুখ।


এর আগে সকালে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া নগরকান্দার বিভিন্ন ইউনিয়নের মৃত আওয়ামী লীগ নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের আত্মার শান্তি কামনা করে দোয়ায় অংশ নেন।




Post Top Ad

Responsive Ads Here