সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুরে আসন্ন দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দূর্গা পূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহ্সান তালুকদার পিএএ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক অমিত দেবনাথ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ (সিআইপি), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান সাহা, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস, সাংবাদিক বিজয় পোদ্দার প্রমুখ।
সভায় বক্তরা বলেন, আসন্ন শারদীয়া দুর্গাপূজায় শান্তিপূর্ণ করতে সকলের সহযোগিতা দরকার। এই উৎসবটি সকলের অংশ গ্রহণ মূলক হলে সেটি হবে সমাজের দৃষ্ঠান্ত। প্রতিটি পূর্জা মন্ডবকে কেন্দ্র করে যে কমিটি গঠন হবে সেখানে সব ধর্মের মানুষকে সম্পৃক্ত করতে হবে। অকারণে উচ্চ স্বরে ধর্মীয় সংগীতের বাইরে উচ্চস্বরে মাইক ও সাউন্ডবক্স বাজানোর ক্ষেত্রে সচেতনতা বজায় রাখতে হবে। এছাড়া পুজোর আগে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এবারে ফরিদপুর জেলায় মোট ৮৩৪টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।