ফরিদপুরে বিএনপি'র ৪৫ প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৩

ফরিদপুরে বিএনপি'র ৪৫ প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

 



ফরিদপুর অফিস: 

ফরিদপুরে বিএনপি'র ৪৫ প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল নামে। আজ রোববার বিকেলে শহরের ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিলের সামনে থেকে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও মহিলা দল ঢাকা মহানগরীর উত্তরের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ এর নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়।


র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। 


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এবি সিদ্দিকী মিতুল, শহর বিএনপি'র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন চৌধুরী রঞ্জন, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পংকজ, মোঃ আজম সহ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিএনপি'র বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।  


র‌্যালি পূর্ব সমাবেশে নায়াব ইউসুফ বলেন, দেশের মানুষ এখন সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছেন, মানুষ তাদের ভোটার অধিকার ফিরে পেতে চায় এবং তাদের মনোনীত মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। তারা অবিলম্বে এ সরকারকে পদত্যাগ দাবি করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করেন। 



Post Top Ad

Responsive Ads Here