সঞ্জিব দাস, ফরিদপুর:
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার বলেছেন, "বইয়ের লাইব্রেরী গুলোকে এখনো আমরা এসি মার্কেটে নিতে পারিনি"। আপনারা খেয়াল করলে দেখবেন এসি মার্কেট গুলো দখল করে আছে জুতার দোকানগুলো। আর বইয়ের লাইব্রেরীগুলোকে দেখবেন রাস্তার উপর তাদের অবস্থান। বঙ্গবাজার, নীলক্ষেত আর ফুটপাত এলাকায় গেলেই আপনারা এর প্রমাণ পাবেন। এমন মন্তব্য প্রকাশ করে আক্ষেপ জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক।
ফরিদপুরে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে জেলা প্রশাসক এসব মন্তব্য করেন।
আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামে ব্যতিক্রমভাবে জিপিএ-৫ প্রাপ্ত এক ১ হাজার ২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানের আয়োজন করে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসন।
এ সময় তাদের হাতে দুই রিম কাগজ ও এক ডজন কলম তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও নির্দেশনামূলক বক্তব্য রাখেন আলোচিত তরুণ উদ্যোক্তা আয়মান সাদিক।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তোমরা যারা মেধাবী তারাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমরাই এদেশটাকে গড়ে তুলবে। এই ফরিদপুরকে তোমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো শেখাবে। তোমাদের সবাইকে দেশপ্রেমের মহানব্রতে উজ্জ্বীবিত হওয়ার জন্য অনুরোধ জানাই। আমরা সার্বক্ষণিক তোমাদের সঙ্গে আছি। তোমরা যেন ঝরে না যাও। এই ১ হাজার ২৬ জনকে নিয়ে আমরা আলোকিত ফরিদপুর গড়ে তুলবো।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ বিন কালাম, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ৯ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর দাস ও সেরাকণ্ঠ তারকা আছিয়া আক্তার দোলা।