জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদী থানা পুলিশের অভিযানে মেহেপাড়া ইউনিয়নের ভগীরাথপুর এলাকা থেকে লতা নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে তাকে গ্রেফতার করে মাধবদী থানা পুলিশ। সে একই এলাকার অাব্দুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী ইব্রাহিমের স্ত্রী।
পুলিশ সূত্রে জান যায়, ভগীরাথপুর এলাকায় ইব্রাহিম ও তার স্ত্রী লতা বেগম দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। সরকারের নির্দেশে সারাদেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মাধবদীতেও অভিযান চলছে। গতকাল গভীর রাতে ভগীরাথপুরে অভিযান চালায় পুলিশ তাতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইব্রাহিমের স্ত্রীকে লতা বেগমকে ২০৩ পিচ ইয়াবা ও মাদক সেবনের সরমজাম,অন্যান্য মাদকদ্রব্য সহ গ্রেফতার করা হয়। এসময় ৪টি মোবাইল সেট জব্দকরা হয়।
পুলিশ সূত্রে আরো জানা যায়, মাদকবিরোধী এ অভিযান মাধবদীতে অব্যাহত রয়েছে। দু-দিনে মাধবদী থেকে লতাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।