মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তা পারাপারে জীবনের ঝুকি। রাস্তা পারাপারের তেমন সু-ব্যবস্থা না থাকার কারণে সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। মহাসড়কে দ্রুত গতিতে গাড়ি চলাকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় স্কুলপড়–য়া শিক্ষার্থীদের। সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরাও। কখন কি হয়ে যায়। এর কি কোনো উপায় হবে না? প্রশ্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকের।
সড়ক দূর্ঘটনা রোধে প্রধান শিক্ষক খোরশেদ আলম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি দ্রুত যেনো কোমলমতি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে মহাসড়কের ঐ স্থানে ট্রাফিক পুলিশ প্রেরণ করা হয় এবং একটি ওভার ব্রিজের খুবই প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ওভার ব্রিজ ও রাস্তা পারাপারের সু-ব্যবস্থা না থাকার ফলে বছরে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থী এবং সাধারণ জনগণ।
সড়ক দূর্ঘটনার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লার কাছে গত ১বছরে কতো শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন এ তথ্য জানতে চাইলে তিনি বলেন আমার সঠিক জানা নেই। এটি দেওহাটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলতে পারবেন। কিন্তু একজন শিক্ষা অফিসার সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়ে আর একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে কেনো প্রশ্নের ভার তুলে দেন? এ প্রশ্ন কিন্তু রয়েই যায়!
উপজেলার ঐ স্থানে রাস্তা পারাপারের জন্য ওভার ব্রিজ করা হবে কি না এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুব আলম বলেন, সকলের সুবিধার্থে ৩মিটারের আন্ডার পাস(পাতাল সড়ক) হবে। এজন্য ওইখানে চার লেনের আপাতত কাজ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত এ কাজের অনুমোদন পাইনি। অনুমোদনের জন্য প্রস্তাব করা হয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে। অনুমোদন পেলেই জুন-জুলাই এর মধ্যে কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে।