মেসিকে ডেকে যা বললেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট! SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ০১, ২০১৮

মেসিকে ডেকে যা বললেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট! SHOMOY SANGBAD

আন্তর্জাতিক ডেস্ক-
আর্জেন্টিনা ছেড়ে স্পেনের বার্সালোয় ক্যাম্পের জন্য যাত্রা শুরুর আগে আর্জেন্টাইন প্রেসিডেন্ট মরিসিও মাকরি দেশের সেরা ফুটবলারদের বিদায় দিতে আর্জেন্টিনা ফুটবল সংস্থার দফতরে উপস্থিত হন।

মেসিকে ডেকে মাকরি বলেন, ‘জেনে রেখো, তোমরা বিশ্বকাপে যাই করবে, তাতেই আর্জেন্টিনার মানুষ খুশি হবে। আর এটাও ভেবো না, তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলে, তুমি ব্যর্থ। এটা ভাবা পাগলামি, পৃথিবীর কোথায়ও এমন প্রচলন নেই। আসল সত্য হলো আমাদের একটি বিশ্ব মানের দল আছে। যেখানে একজন বিশ্বসেরা খেলোয়ার আছে। এটা আমাদের অনেক বড় পাওয়া।’

এরপর প্রেসিডেন্টে হাতে একটি স্মারক লিপি তুলে দিয়ে অধিনায়ক মেসিও জানান স্বপ্ন জয়ের কথা। ‘আর্জেন্টিনায়র সমর্থকরা আমাদের পাশে আছে। যেভাবে আমাদের বিশ্বকাপের উদ্দেশ্যে বিদায় দেওয়া হলো তাতে আমরা গর্বিত। খেলাতে জয়-পরাজয় থাকলেও আমরা কখনো থেমে থাকবো না। আমরা বিশ্বকাপ জয়ের চেষ্টা চালিয়ে যাবো।’

Post Top Ad

Responsive Ads Here