নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধিঃ-
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় পদ্মা ভাঙন অব্যাহত রয়েছে।ভাঙন রোধে একটি স্থায়ী প্রকল্প পাশ হলেও তা কবে নাগাদ কাজ শুরু হবে জাানা যায়নি।এদিকে বিগত ২ মাসে চরভদ্রাসন ইউনিয়নের এমপি ডাংগি গ্রাম,ফাজিল খার ডাংগি গ্রাম ও বালিয়া ডাংগি গ্রামের প্রায় ৫০ পরিবার ভিটেমাটি হারা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পদ্মা ভাঙন কবলিত ২৭ পরিবারকে চাল বিতরন করা হয়।প্রত্যেককে ৩০ কে.জি করে চাল দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন,চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান,ইউনিয়ন সচিব বাবু নিখিল, ইউনিয়ন সদস্য এখলাছ,বারেক মন্ডল,উপজেলা যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন,উপজেলা হিসাব রক্ষক অফিসার ও প্রমুখ।