মৌলভবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ আটক-৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৮, ২০১৮

মৌলভবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ আটক-৩

মো: শাকির আহম্মেদ: শ্রীমঙ্গল(মৌলভিবাজার) প্রতিনিধ:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ তিনজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

আজ ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দুই ঘটিকায় সময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব কে এম নজরুল এর নেতৃত্বে এসআই মো: রফিকুল ইসলাম, এসআই মোঃ জাকারিয়া, এসআই আবু সাঈদ সংঙ্গীয় ফোর্স সহ এক গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগীতায় জেটিরোডস্থ শশ্মান ঘাট সংলগ্ন বাঁশঝাড় এর নীচে থেকে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র ২টি রাম দা, ২ টি লোহার তৈরি দরজা, জানালা ও তালা ভাঙ্গার লোহার রড সহ ৩ জনকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন:
১। শিবলু মিয়া (৪১), পিতা- আব্দুল মোতালিব, স্থায়ী : গ্রাম- কাছিশাইল, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, বর্তমান : গ্রাম- দক্ষিন রেলওয়ে কলোনী, থানা-কুলাউড়া, জেলা- মৌলভীবাজার,
২। আঃ মুহিত (কিবরিয়া হান্নান) (২৫), পিতা- আঃ মালেক (কালা মিয়া), গ্রাম- রামনগর, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার
৩। দেলোয়ার মিয়া (২০), পিতা- আজিদ মিয়া, সাং- মাজদিহি পাহাড়, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।
এছাড়াও তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here