জাতীয় দলের সাবেক ফুটবলার নাটোরের কৃতিসন্তান তানভীর চৌধুরীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, October 09, 2018

জাতীয় দলের সাবেক ফুটবলার নাটোরের কৃতিসন্তান তানভীর চৌধুরীর মৃত্যু

নাটোর প্রতিনিধি-জাতীয় দলের সাবেক ফুটবলার নাটোরের কৃতিসন্তান তানভীর চৌধুরী চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এই কৃতি খেলোয়ার গত ২০০৫ সালের ১৯ মে নাটোর শহরের কানাইখালীস্থ তার নিজ বাড়ি থেকে দেশ ট্রাভেলসের একটি কোচে ঢাকা যাওয়ার সময় গুরুদাসপুরের কাছিকাটা এলাকায় বিপরীতমুখি একটি ট্রাকের সাথে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন। তাকে রাজশাহী, ঢাকা সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তিনি পঙ্গু হয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এর পর থেকে তিনি প্রতিনিয়ত নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতেন। মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষনিকভাবে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১১ টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে নাটোরের ক্রীড়া অঙ্গনের সদস্য সহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, নাটোরের কৃতি ফুটবলার তানভীর চৌধুরী ১৯৯৫ সাল থেকে ফার্স্ট ডিভিশন লীগের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৮ সালে এশিয়া কাপ খেলার মাধ্যমে জাতীয় দলে অন্তর্ভুক্ত হন। জাতীয় দলের দাপুটে ফুটবলার হিসেবে তিনি ভারত, পাকিস্থান, নেপাল, শ্রীলংকা, ওমান, কাতার, লন্ডন সহ ১৪ টি দেশে ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। খেলতেন লেফ্ট মিড ফিল্ডার হিসাবে। তার প্রচন্ড গতির কাছে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙ্গে চুরমার হয়ে যেত। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, ফেনী সকার, ব্রাদার্স ইউনিয়ন, আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্রের মত নামিদামি ফুটবল টিমে খেলে তানভীর কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। ২০০৫ সালে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রথম প্রতিষ্ঠার বছরেই রানার্সআপ ট্রফি জিতিয়ে দেওয়া ছিল তাঁর ক্যারিয়ার সেরা অর্জন।

No comments: