দেশের স্বার্থে,উন্নয়নের স্বার্থে,আপনাদের মূল্যবান ভোটটি নৌকা মার্কায় দিন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Saturday, December 22, 2018

দেশের স্বার্থে,উন্নয়নের স্বার্থে,আপনাদের মূল্যবান ভোটটি নৌকা মার্কায় দিন

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ ডবলমুরিং-হালিশহর আসনে মহাজোটের প্রার্থী ডাঃ মোঃ আফছারুল আমিনের পক্ষে নৌকা প্রতিকের প্রচারণায় ২১ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় নগরীর রামপুর ওয়ার্ডস্হ আলহাজ্ব মো: আলী আলকারাছ্ মুন্সির বাসভবনে মহিলা সমাবেশ নগর আওয়ামীলীগ নেতা এবং রামপুর ওয়ার্ড আওয়ামীলীগ এর সাবেক সভাপতি আলহাজ্ব মো: আলী আলকারাছ্ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি ছিলেন ডাঃ আফছারুল আমিনের সহধর্মীনি ডাঃ   কামরুন নাহার মায়া। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক নওশেদ মাহমুদ চৌ: রানা। বিশেষ অতিথি ছিলেন চসিক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, টি.এন.টি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য তারেক মাহমুদ চৌ: পাপ্পু, নগর স্বেচ্ছা সেবকলীগ নেতা দেবাশীস্ নাথ দেবু,  লায়ন এম,এ, নেওয়াজ, আওয়ামী যুব-মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের যুগ্ন-আহবায়ক জাহানারা সাবের। বক্তারা বলেন দেশের স্বার্থে,  উন্নয়নের স্বার্থে,   আপনাদের মূল্যবান ভোটটি  নৌকায় মার্কায় দিন, ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী সরকারের বিকল্প নাই। আবারও আওয়ামী লীগ সরকার গঠনে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিন। মহিলা সমাবেশে নৌকার সমর্থকদের  ঢল নামে মহিলা আওয়ামীলীগ কর্মী-সমর্থকদের   মধ্যে উৎসবমুখর হয়ে ওঠে সমাবেশ স্হল ।
নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: আলী সরওয়ারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মিসেস্ আরিফুল আমিন, মিসেস্ এরশাদুল আমিন, নাহিদা আক্তার, শামীম আরা লিপি, আব্দুল লতিফ, নিয়াজ মো: আজাদ, সিরাজুল ইসলাম, হাজী মো: ওয়াসিম, সনেট্ চক্রবর্তী, জয়া চৌধুরী, ইন্জিয়ার আসিফ, মো: জাহেদ আহাম্মেদ,  আরিফুর রহমান মানিক, রাধা রানী টুনটুন, মো: জাবেদ, মো: রুবেল, মো: কাদের, মীশু আহাম্মেদ, ললিত চৌধুরী, রাজবীর আকাশ, সাইফুল আলম, আবু মনছুর, কামাল সও:, জাবেদ রহিম মুন, রুপু আহাম্মেদ, সৈরভ, বোরহান উদ্দিন, দূর্যয় দেবনাথ, রানা দেব, প্রকাশ দে, তূর্জ দত্ত, শুভ দাশ্, মো: মুন্না, বেগম চেমন আরা, বেগম হেনা আকতার সহ রামপুর ওয়ার্ডে সকল নারী সমাজের নেতৃবৃন্ধ উপস্হিত ছিলেন।

No comments: