মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রাম সংলগ্ন রাস্তাা থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ মিঠু মিয়া (২৮) কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
আটক মিঠু দক্ষিণ শালিকা গ্রামের হায়াত আলীর ছেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।গতকাল দুপুরে তাকে আদালতে হাজির করা হয় বলে পুলিশ জানিয়েছে। ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী জানান, গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এস আই সাইদুরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ মিঠু মিয়াকে আটক করে।