মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর পৌর কবরস্থান সংলগ্ন মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেরে উপস্থিত থেকে মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। এসময় সেখানে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহিদ ইকবাল সিমন, কাউন্সিলর রাজিব হোসেন, জেলা যুবলীগের সদস্য মাহাবুব হাসান ডালিম,সারাফত শেখ,আফজাল হোসেন লিখন,সাইদুর রহমান উজ্জল, মসজিদের ইমামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সেখানে মোনাজাত করা হয়।