বেনাপোল চেকপোষ্ট থেকে পাচারকারী দালালসহ ৪ জনকে আটক করেছে বিজিবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ১০, ২০১৯

বেনাপোল চেকপোষ্ট থেকে পাচারকারী দালালসহ ৪ জনকে আটক করেছে বিজিবি

জসিম উদ্দিন, বেনাপোল যশোর প্রতিনিধি- বেনাপোল কাস্টমস হাউস থেকে দেওয়া সিএন্ডএফ কাড নকল করে ভারতে প্রবেশের সময় দিদারুল (২৩) নামে এক পাচারকারীসহ ৪ জন কে আটক করেছে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার  দুপুরে সময় নোম্যান্সল্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করেন। আটক পাচারকারী বেনাপোল থানার শাখারীপোতা গ্রামের সাইদুলের ছেলে। 

বিজিবি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব  জানান, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল কাস্টমস হাউজ থেকে সিএন্ডএফ কর্মচারীদের দেওয়া পরিচয় পত্র নকল করে দিদরুল নামে এক পাচারকারী ৩জন লোক ভারতে পাচার করবে। 
এমন সংবাদের ভিত্তিতে নোম্যান্সল্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নকল পরিচয় পত্র গলায় ঝুলানো অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটক পাচারকারী দিদারুল বিজিবির কাছে বলেন বিল্লাল নামে তার মহাজোন ৩ জনের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে নকল পরিচয় পত্র তৈরী করে তাদেরকে ভারতে পাচারের জন্য আমার হাতে তুলে দেয়। 
নোম্যান্সল্যান্ড এলাকা বিল্লাল থাকবে বলে জানাই। বিজিবির হাতে আটকের পর বিল্লাল পালিয়ে যায় বলে সে জানান । আটক জসিম, নাসির ও সেনু মিয়ার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানার মুগারচর এলাকায়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করেছে।

Post Top Ad

Responsive Ads Here