ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯

ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

সময় সংবাদ ডেস্ক//
ভুটানকে ৪-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার কাঠমান্ডুর আর্মড ফোর্সেস পুলিশ মাঠে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ-ভুটান। 

ম্যাচের ১৬ মিনিটে গোল দিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় গোল করতে বেশি সময় নেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ২৬ মিনিটে ভুটানের জালে দ্বিতীয় গোল দেয় তারা। এর ছয় মিনিট পরেই মোহাম্মদ মিরাজের গোলে ৩-০ গোলের লিড নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল।

তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে দারুণভাবে আটকে রাখে ভুটান। মনে হচ্ছিল ৩-০ গোলের জয় নিয়েই ফাইনালে যাবে বাংলাদেশ। তবে শেষ দিকে ভুটান অনূর্ধ্ব-১৮ দলের জালে আরেক গোল দেয় বাংলাদেশ। ম্যাচের যোগ করা সময়ে দিপক গোল করে দলকে বড় জয় এনে দেন।

ছয় দল নিয়ে আয়োজিত এবারের আসরে গ্রুপ 'বি'তে ছিল বাংলাদেশ। শ্রীলংকাকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে যুবা ফুটবলাররা। এরপর ভারতের বিপক্ষে গোলশূন্য সমতা করে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচে এক জয়, এক ড্রয়ে চার পয়েন্ট ছিল বাংলাদেশ ও ভারতের। গোল ব্যবধানও ছিল সমান।

পরে টসভাগ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারতের যুবারা। সেমিফাইনালে তারা পায় মালদ্বীপকে। তাদের থেকে জয়ী দল আগামী ২৯ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে।

Post Top Ad

Responsive Ads Here