বোয়ালমারীতে জনপ্রিয় হচ্ছে আলোক ফাঁদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, October 16, 2019

বোয়ালমারীতে জনপ্রিয় হচ্ছে আলোক ফাঁদ








বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ধান ফসলের বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যম হিসেবে আলোক ফাঁদের ব্যবহার দিন দিন বাড়ছে। ধানের জমিতে ক্ষতিকর পোকামাকড় যেমন, বাদামী গাছ ফড়িং, মাজরা পোকা, সবুজ পাতা ফড়িং এর উপস্থিতি নির্ণয় করতে আলোক ফাঁদের বিকল্প নেই। 


আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয় করে বালাইনাশক ব্যবহার করলে একদিকে যেমন এলোপাতাড়ি বালাইনাশক ব্যবহারের খরচ কমে অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় কেননা আলোক ফাঁদের মাধ্যমে উপকারী পোকার উপস্থিতও নির্ণয় করা হয়।

তারই ধারাবাহিকতায় বোয়ালমারী উপজেলায় গতকাল (১৬.১০.১৯) রাত ৭.৩০ মিনিটের সময় সকল ব্লকে একযোগে আলোক ফাঁদ স্থাপন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড় বলেন, আমন ধান মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলতে থাকবে।

No comments: