চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা(৪৮) গত মঙ্গলবার রাত ১১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেন তার স্বরন সভা উপলক্ষে রবিবার বিকালে চরভদ্রাসন উপজেলা পরিষদের উদ্ধোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আযোজন করে ।
আয়োজিত স্বরন সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউদ্দিন খালাসী ও আবুল কালাম মাস্টার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহিলা ফরিদা বেগম চরভদ্রাসন থানার ওসি হারুন অর রশিদ,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী গন, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ।
সবশেষে প্রয়াত উপজেলা চেয়ারম্যান ভিপি মোশার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন মাউলানা উপজেলা পরিষদ জামে সমজিদেও পেশ ইমাম আবুল হাসান।