১১ দফা দাবির পক্ষে আছি, থাকব: মাশরাফি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯

১১ দফা দাবির পক্ষে আছি, থাকব: মাশরাফি


সময় সংবাদ ডেস্ক/
বাংলাদেশের ক্রিকেটে নজিরবিহীন এক ঘটনা ঘটে গেল সোমবার। এদিন দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ জাতীয় ক্রিকেটারদের অনেকেই উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে ডাক দিয়েছেন ধর্মঘটের। বললেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত দলের হয়ে মাঠে নামবেন না তারা। কোনো ক্রিকেট কার্যক্রমে অংশ নেবেন না। 

এদিকে সতীর্থদের আন্দোলনের পর সোমবার সন্ধ্যায় বিবিসিকে সাক্ষাতকার দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে তিনি ক্রিকেটারদের আন্দোলন নিয়ে কোনো কথা বলেননি। 

অবশেষে সোমবার রাতে পৌনে ১১টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টা ক্লিয়ার করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

সাকিব-তামিমদের এই উদ্যোগ সম্পর্কে মোটেও অবগত ছিলেন না বলে দাবি করছেন তিনি। একই সঙ্গে আজ সাকিব-তামিমদের সঙ্গে উপস্থিত না থাকলেও তাদের ১১ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন মাশরাফি। পাঠকদের জন্য মাশরাফির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

‘অনেকেই প্রশ্ন করছেন যে, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছুদিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল; কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি।

Post Top Ad

Responsive Ads Here