ঈশ্বরগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, ছাত্রলীগ নেতা গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৬, ২০১৯

ঈশ্বরগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, ছাত্রলীগ নেতা গ্রেফতার

সময় সংবাদ ডেস্ক//
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহতাবস্থায় স্কুলছাত্র জাহিদুল ইসলামকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাত ৩টার দিকে সে মারা যায়। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে হামলার শিকার হয় সে। এ ঘটনায় ইশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চনকে গ্রেফতার করা হয়েছে।

জাহিদুল ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের (ফায়াসর সার্ভিসের সামনের এলাকার) মো. রফিকুল ইসলামের ছেলে। পৌর এলাকার শিমুলতলী মহল্লার প্রতিশ্রুতি মডেল হাই স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়া কথা ছিল তার। নির্বাচনী পরীক্ষা দেওয়ার জন্য মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের সামনে থেকে জাহিদুলকে রিকশায় ধাওয়া করে মুখোশধারী একদল দুর্বৃত্ত। রিকশা থেকে নেমে দৌঁড়ে স্কুলে যেতে চাইলে অন্তত সাতজন দুর্বৃত্ত জাহিলদুলকে ধাওয়া দিয়ে তার গলায় ছুরি ঢুকিয়ে দেয়। জাহিদুল আক্রমণ প্রতিহত করে দৌঁড়ে সামনে শিমুলতলী মোড় এলাকায় যেতেই স্থানীয় লোকজন ছুটে আসায় আক্রমণকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে অপারেশন সম্পন্ন হয়। সন্ধ্যায় জাহিদুলের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যায় সে।

প্রতিশ্রুতি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শোয়েব মোহাম্মদ রুপু জানান, তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন, তার বিদ্যালয়ের ছাত্র জাহিদুলের বন্ধু মনি ও স্থানীয় মেহেদীসহ বেশ কয়েকজন ঘটনায় জড়িত থাকত পারে।

ফুটবল খেলার মাঠে জাহিদুলের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানান স্থানীয়রা।

জাহিদুলের প্রতিবেশী আহসানুল হক সামি বলেন, জাহিদুলের সঙ্গে ঝামেলা হওয়ার পর কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চন উভয়পক্ষকে নিয়ে বিষয়টি মিটিয়ে দিয়েছিলেন। আর কোনো সমস্যা হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছিল তাদের। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার পথে তাকে হত্যা করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টার দিকে কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Post Top Ad

Responsive Ads Here